আসসালামু আলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন।
কারণ Help Team-HT এর সাথে থাকলে সবাই ভাল থাকে।
আমি পারবেজ মোল্লা আছি আপনাদের সাথে।
আজকের পোস্টে আমি আপনাদেরকে দেখাবো
যে,কিভাবে বাংলালিংক সিম দিয়ে একদম ফ্রীতে ১জিবি অথবা ৪ জিবি ইন্টারনেট নিবেন!!
তো বন্ধুরা প্রথমেই বলে রাখি,এই অফারটা অনেকের ফোনে কাজ নাও করতে পারে। এটা কোন নতুন সিম বা বন্ধ সিমের অফার না। এই অফারটা ডিভাইস অনুযায়ী দেওয়া হয়। অনেকের ফোনে আসতে পারে আবার অনেকের ফোনে নাও আসতে
পারে।
তো বন্ধুরা এই অফারটা অনেকের ফোনে কাজ করেছে আবার অনেকের ফোনে কাজ করেনি তো বন্ধুরা যারা পেয়েছে, তাদের মধ্যে অনেকজনকে আমি দেখেছি যে, ৪ জিবি পেয়েছে। আবার অনেকে মাএ ১ জিবি পেয়েছে। কিন্তু আমি পেয়েছি ৩জিবি, যার কারনে আপনাদের জন্য আমি এই পোস্টটা শেয়ার করতেছি, যাতে আপনারা ও আপনাদের ফোনে এমবি টা পান।
তো বন্ধুরা এমবি নিতে হলে আপনাকে যা করতে হবে, অবশ্যই নিয়ম অনুযায়ী কাজ করুন।
👉প্রথমে আপনি আপনার ফোন থেকে ডায়াল করুন *৫০০০*৫২১#
করে আপনি আপনার বাংলালিংক সিম টাকে সিলেক্ট করে দিবেন।
কিছুক্ষণের ভিতর আপনার ফোনে একটি sms চলে আসবে। এবং এই sms এ ৪৮ ঘন্টা wait করতে বলা হবে।
01905714306
উত্তরমুছুনNh shovon এমবি পেয়েছেন