Ajker Kolom || আজকের কলম
Help Team HT

৩৬ দিন রমজানের রোজা থাকতে হবে ২০৩০ সালে


প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই??
আসাকরি ভালোই আছেন!!
উপরে দেওয়া  টাইটেল দেখে আপনি হয়তো শিহরিত,,তাহলে দেখে নিন বিস্তারিতঃ

রমজান মাস ঠিকই থাকবে। তবে বছরের শুরু ও শেষে দুই বার দেখা মিলবে রমজান মাসের। তাতেই মুসলমানরা একই বছর ৩৬ দিন রোজা পালন করবে। এমনটি জানিয়েছেন সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগরে জলবায়ুর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মুসনাদ।
সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মুসনাদ টুইটারে লিখেছেন, ২০৩০ সালের ৫ জানুয়ারি মোতাবেক ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। আশা করা যায় এ মাসটি ৩০ দিন পূর্ণ হবে। আবার একই বছর ২৬ ডিসেম্বর মোতাবেক ১৪৫২ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। তাতে ডিসেম্বরে মুমিন মুসলমান ৬ দিন রোজা পালন করবে। সে হিসাবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবে।

এমনটি হওয়ার কারণ ব্যাখ্যা করে এ অধ্যাপক বলেন, চন্দ্র আর সৌরবর্ষের মধ্যে প্রতি বছর ১১ দিন ব্যবধান থাকে। চন্দ্র বছরের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিন হয়ে থাকে। আর সৌরবর্ষের মাসগুলো ৩০ ও ৩১ দিনে নির্ধারিত।
সে কারণে বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। আর এভাবে ২০৩০ সালে পবিত্র রমজান মাসের শুরু হবে দুই বার।

2 মন্তব্যসমূহ

আপনার মতামত আমাদের জানান

নবীনতর পূর্বতন