প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই??
উপরে দেওয়া টাইটেল দেখে আপনি হয়তো শিহরিত,,তাহলে দেখে নিন বিস্তারিতঃ
রমজান মাস ঠিকই থাকবে। তবে বছরের শুরু ও শেষে দুই বার দেখা মিলবে রমজান মাসের। তাতেই মুসলমানরা একই বছর ৩৬ দিন রোজা পালন করবে। এমনটি জানিয়েছেন সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগরে জলবায়ুর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মুসনাদ।
সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মুসনাদ টুইটারে লিখেছেন, ২০৩০ সালের ৫ জানুয়ারি মোতাবেক ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। আশা করা যায় এ মাসটি ৩০ দিন পূর্ণ হবে। আবার একই বছর ২৬ ডিসেম্বর মোতাবেক ১৪৫২ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। তাতে ডিসেম্বরে মুমিন মুসলমান ৬ দিন রোজা পালন করবে। সে হিসাবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবে।
এমনটি হওয়ার কারণ ব্যাখ্যা করে এ অধ্যাপক বলেন, চন্দ্র আর সৌরবর্ষের মধ্যে প্রতি বছর ১১ দিন ব্যবধান থাকে। চন্দ্র বছরের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিন হয়ে থাকে। আর সৌরবর্ষের মাসগুলো ৩০ ও ৩১ দিনে নির্ধারিত।
সে কারণে বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। আর এভাবে ২০৩০ সালে পবিত্র রমজান মাসের শুরু হবে দুই বার।
https://vm.xzcs3zlph.com/ZGJBTfVpg/
উত্তরমুছুনhttps://vm.xzcs3zlph.com/ZGJS6PumW/
উত্তরমুছুন