বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ভিতর জামালপুর জেলায় যা আছে, তা ময়মনসিংহ বিভাগের ভিতর আর কোন জেলাতে নাই! এই যে দেখুন জামালপুর সদরে অবস্থিত লুইস ভিলেজ রিসোর্ট, ময়মনসিংহ বিভাগের ভিতর এক নাম্বারে আছে এই রিসোর্ট।
দেওয়ানগঞ্জ উপজেলায় #জিল_বাংলা_সুগার_মিল (চিনির_কল) বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট। #বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ে লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র ও মুক্তিযুদ্ধে #ধানুয়া_কামালপুর ১১ নং সেক্টর সহ ইত্যাদি ইত্যাদি অনেক উল্লেখযোগ্য। তারপর সরিষাবাড়িতে যমুনা ফার্টিলাইজার, দেশের বিখ্যাত সার কারখানা, যেখান থেকে পুরো বাংলাদেশে সার সাপ্লাই দিয়ে থাকেন।
_ট্রল পোস্টকারীদের উদ্দেশ্যে,,
আরে ভাই মসজিদ সকল এলাকায় আছে, ঈমাম সাহেবের পেছনেই নামাজ পরে। এলাকাভিত্তিক এসব ফালতু পোষ্ট করে নিজেদের ছোট করা বাদ দেন। আমি গর্বিত আমি জামালপুইরা ও আপনি গর্বিত আপনি মমিসিঙ্গা এটা নিয়েই থাকেন না। আমার জানামতে তো ময়মনসিংহ সিটি মেয়রের বাড়ী জামালপুর। ঠিক তেমনই ময়মনসিংহের কোন ব্যক্তি হয়তো অন্য জেলায় মাথা পর্যায়ে আছে। শুধু শুধু অন্য এলাকার বদনাম করতে গিয়ে নিজের এলাকাকে ছোট না করি।
অযথা কিছু কুচক্রী মহল ফেইসবুক পেজ/গ্রুপের লাইক কমেন্টের জন্য হুদায় মিমস্ (memes) তৈরি করে গুজব রটাচ্ছেন। যেমন আগে নোয়াখালী বরিশাল বাসিদের নিয়ে করেছেন......!যা খেতার গাট্টি লিখে সার্চ করলেই চলে আসে।
🔴পরিশেষে আপনার কাছে প্রশ্ন ❓ আপনার হাতের ৫টি আঙ্গুল কি সমাননি? আসাকরি বুঝতে পেরেছেন.... ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ 💖💖 © #পারভেজ_মোল্লা #জামালপুর_জেলা